আমিরকে নিয়ে হাফিজের সঙ্গে একমত নন মিসবাহ
মোহাম্মদ আমিরের সঙ্গে এক দলে খেলবেন না, তাই বিপিএলে আসেননি বলে পাকিস্তানি একটি পত্রিকাকে জানিয়েছেন মোহাম্মদ হাফিজ। তবে একই ব্যাপারে ভাবনাটা ভিন্ন মিসবাহ-উল-হকের।
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ। বিপিএলে খেলবেন আরও অনেক পাকিস্তানি ক্রিকেটার। তবে এই তালিকায় নেই মোহাম্মদ হাফিজ। পাকিস্তানেরে উর্দু দৈনিক জংকে দেওয়া এক সাক্ষাৎকারে হাফিজ বলেছিলেন, আমিরের সঙ্গে এক দলে খেলতে চান না তিনি।
পরে ইএসপিএন ক্রিকইনফোকেও এটি নিশ্চিত করে হাফিজ বলেছেন, “আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে নই। এটা পাকিস্তানের ভাবমূর্তির ব্যাপার। ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ করেছে এবং দেশের খারাপ করেছে, এমন কারও সঙ্গে আমি খেলতে পারি না! বিপিএলের অন্য কোনো দল ভালো অর্থের প্রস্তাব আনলে আমি অবশ্যই খেলতাম।”
বিপিএলে আমির খেলছেন চিটাগং ভাইকিংসে। হাফিজ না খেললেও একই দলে খেলছেন পাকিস্তানের সাঈদ আজমল, কামরান আকমল ও উমর আকমল।
চিটাগং ভাইকিংস অবশ্য হাফিজকে প্রস্তাব দেওয়ার কথাই অস্বীকার করেছে। দলটির উপদেষ্টা ও বিসিবি পরিচালক আকরাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আমি জানি না, সে এই কথা কিভাবে বলেছে। আমরা তাকে কোনো প্রস্তাবই দেইনি।”
পাকিস্তানের টেস্ট দলে হাফিজের অধিনায়ক মিসবাহ ব্যাপারটিকে দেখছেন ভিন্ন দৃষ্টিতে। শনিবার মিরপুর একাডেমি মাঠে রংপুর রাইডার্সের অনুশীলন শেষে এই বিতর্কে নিজের অবস্থান জানালেন মিসবাহ।
“এটা তার (হাফিজের) ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি যতটুকু বুঝি, আমার শুধু নিজের খেলাতেই মনোযোগ দেওয়া উচিত। অন্য যা কিছু হচ্ছে, সে সব নিয়ে ভাবছি না। আইসিসি ও পিসিবিই ব্যাপারটি আরও ভালোভাবে বিচার করতে পারবে।”
মিসবাহর মতে, বিপিএলে খেলে দারুণ উপকৃত হবেন আমির।
“ওর জন্য এটা খুব ভালো হবে। ফেরার পর সে ঘরোয়া ক্রিকেটই খেলে আসছিল শুধু। এখানে সে অনেক আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে অভিজ্ঞতা ভাগভাগি করতে পারবে। বুঝতে পারবে নিজে কোন অবস্থানে আছে।”
Reviewed by Ab Mamun
on
November 21, 2015
Rating:

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।