আপনার পিসিকে কন্ট্রোল করুন আপনার অ্যান্ড্রয়েড দিয়ে
যারা যারা ওয়ারলেস মাউস,কিবোর্ড কিনতে চাচ্ছেন এই পোস্ট টি পড়ার পর হয়তো আর সেই ইচ্ছা থাকবে না। কারন আপনি আপনার অ্যান্ড্রয়েড দিয়েই আপনার পিসি এর মাউস,কিবোর্ড হিসেবে কাজ করারে পারবেন। শুধু তাই না ইচ্ছা করলে মনিটরে কি কি হচ্ছে সেগুলা আপনার মোবাইলের ডিসপ্লেতে দেখতে ও কন্ট্রোল করতে পারবেন। চলুন একনজরে ফিচারগুলো দেখে আসি।
WiFi, Bluetooth & IR Compatibility:: অনেকে ডেক্সটপ পিসি ইউজ করেন যাতে ওয়াইফাই থাকে না। তারাও তাদের ফোন দিয়ে তাদের পিসি কে নিয়ন্ত্রন করতে পারবেন যদি পিসি তে ব্লুটুথ হার্ডওয়ার থাকে।
Mouse & Keyboard Remote:: এই এপটি আপনার পিসির মাউস ও কিবোর্ড দুইটার কাজই করতে পারবেন। কীবোর্ড এ টাইপ বাদে যেসব কন্ট্রোল ও সিস্টেল বোতাম আছে সেগুলার কাজও করতে পারবেন।
Remote Desktop:: এই অপশন টি সবথেকে জোশ। এটি দিয়ে আপনি আপনার ফোনের ডিস্প্লে তেই আপনার পিসির মনিটরে কি হচ্ছে সেগুলা দেখতে পারবেন। সাথে সেগুলা কন্ট্রোল ও করতে পারবেন।
PowerPoint Remote:: যারা প্রেজেন্টেশন এর কাজ করেন তারা দূর থেকে এই অপশন এর মাধ্যমে পাওয়ার পয়েন্ট এর স্লাইড কন্ট্রোল,অপেন,ব্রাউজ করতে পারবেন।
Windows Remote:: এটি দিয়ে আপনার পিসির ফাইল ব্রাউজ, ভলিউম, সিস্টেম পাওয়ার অপশন ইত্যাদি কন্ট্রোল করতে পারবেন।
Media Player Remote:: এপটির দিয়ে আপনার পিসির Windows Media player, Winamp, iTunes, VlC, KMPlayer এইসব প্লেয়ার কন্ট্রোল করতে পারবেন।( ডিফল্টভাবে সব গুলা না পেলে ডাউনলোড মেনু তে Remote Profile এর যে লিংক আছে সেখান থেকে কাস্টম ভাবে ডাউনলোড করে নিন। )
Custom Remotes:: পিসি এর সব এপ্লিকেশন এর রিমোট প্রোফাইল না পেলে আপনি নিজেই কাস্টম প্রোফাইল বানাতে পারবেন। বিস্তারিত এই লিংকে দেয়া আছে।
আপনার পিসিকে কন্ট্রোল করুন আপনার অ্যান্ড্রয়েড দিয়ে
Reviewed by Ab Mamun
on
November 14, 2015
Rating:
No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।