এখনো এগিয়ে ইন্টারনেট এক্সপ্লোরার
গবেষণায় দেখা গেছে, সম্প্রতি ২০ বছর পূর্ণ করা ইন্টারনেট এক্সপ্লোরার (আইই) ক্রোম এবং মজিলার মতো জনপ্রিয় ব্রাউজারকে পেছনে ফেলে ব্যবহৃত ব্রাউজারের তালিকায় এক নম্বরে চলে এসেছে। যেখানে অর্ধেকের মতো বাজার আইইর দখলে, সেখানে অন্য দুই প্রতিযোগী ব্রাউজার ক্রোম আর ফায়ারফক্সের আছে যথাক্রমে ৩১.১২ ও ১১.২৮ শতাংশ বাজার। অন্যদিকে মুঠোফোনভিত্তিক ব্রাউজারের বাজারে নেতৃত্বে আছে অ্যাপলের সাফারি, ৪১.১৩ শতাংশ দখল নিয়ে। আর ৩৬.৮৪ শতাংশ নিয়ে কাছাকাছি অবস্থানে আছে গুগল ক্রোম। তবে এ তালিকায় এখনো উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সঙ্গে চালু হওয়া মাইক্রোসফট এজ ব্রাউজারটির নাম আসেনি।
এখনো এগিয়ে ইন্টারনেট এক্সপ্লোরার
Reviewed by Ab Mamun
on
November 18, 2015
Rating:
No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।