সহজেই এন্ড্রয়েড এর ফন্ট বদলান

ফন্ট বদলানো কতই না
ঝামেলার ব্যাপার!
আসলেই কি তাই?
অনেকেই ফন্ট বদলানোর জন্য
হয় জটিল ধরনের ফ্ল্যাশ করে
অথবা সম্পুর্ন রম বদলায়।
আবার অনেকে সিস্টেম
থেকে ফন্ট এর আর্কাইভ খুজে
টা আপডেট করে কাস্টম
স্ক্রিপ্ট এর মাধ্যমে। সবগুলো
পদ্ধতিই অনেক জটিল। এত
ঝামেলা না করেও Fontster
নামক অ্যাপ দিয়ে আপনি
সহজেই আপনার এন্ড্রয়েড
সিস্টেম এর ফন্ট বদলাতে
পারবেন।
এতে রয়েছে শতাধিক ফন্ট
এর লাইব্রেরি যেখান
থেকে আপনার পছন্দের ফন্ট
টি সহজেই বেছে নিতে
পারবেন। যেকোন ফন্ট
অ্যাপ্লাই করতে পারবেন
সিস্টেম ফন্ট হিসেবে।
তবে এর জন্য অবশ্যই আপনার
ডিভাইস টি রুটেড হতে হবে।
এটি AOSP এর
কাছাকাছি ROM গুলোতে
ভালো কাজ করে।
আপনার পছন্দের ফন্ট টি
ইন্সটল করার পর আপনার
ডিভাইস টি রিবুট হবে।
তারপর আপনি আপনার
কাঙ্খিত ফন্ট টি আপনার
মোবাইল এ পাবেন!
এটি আপনি প্লে ষ্টোর
থেকে বিনামুল্যে
ডাউনলোড করতে পারেন –
https://play.google.com/store/
apps/details?
id=com.chromium.fontinstaller
সহজেই এন্ড্রয়েড এর ফন্ট বদলান
Reviewed by Ab Mamun
on
November 18, 2015
Rating:

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।