আপনার PCতে তৈরী করুন Undeleteable Folder
আপনার PC তে তৈরী করুন
Undelete able
folder:-
সেই ঐতিহাসিক ফোল্ডার
যা সহজে ডিলিট হবে না;
ফোল্ডারের নাম পরিবর্তন
তো দূরের কথা।
কথা না বাড়িয়ে চলুন
দেখি কিভাবে
আনডিলিটেবল
ফোল্ডার বানানো যায়।
১) প্রথমে Start মেনু থেকে
Run এ যান,
২) তার পর টাইপ করুন cmd ।
৩) Enter প্রেশ
করুন।
৪) যেই ড্রাইভে
আনডিলিটেবল
ফোল্ডার তৈরি করতে চান
সেই
ড্রাইভের নাম লিখুন ।
যেমন F:
৫) Enter
প্রেশ করুন।
৬) এবার লিখুন md
এবং একটি স্পেস দিয়ে
১টি ব্যাক
স্লাস দিন।
৭) তার পর lpt1
লিখে ২টি ব্যাক স্লাস
দিন
৮)
Enter
প্রেশ করুন।
হা হা এবার Fm
ড্রাইভে গিয়ে দেখুন । lpt1
নামে একটি ফোল্ডার
তৈরি হয়েছে যা ডিলিট
করতে চাইলে নিচের এই
ম্যাসেজটি দেখাবে আর
ডিলিট
হবে না এবং রিনেইমও
হবে না।
এইভাবে তৈরি করুন lpt1,
lpt2, lpt3, lpt4,
lpt5………………., com1,com2,
com3………..ইত্যাদি নামে
আরো অনেক
আনডিলিটেবল ফোল্ডার।
বিঃদ্রঃ- ঐ ফোল্ডার
ডিলিটৈ করার জন্য নিচে
দেখুন।
১)
প্রথমে Start মেনু থেকে Run
এ যান,
২)
তার পর টাইপ করুন cmd ।
৩) Enter প্রেশ
করুন ।
৪)
যেই
ড্রাইভে থেকে
আনডিলিটেবল
ফোল্ডার ডিলিট করতে
চান সেই
ড্রাইভের নাম লিখুন ।
যেমন F:
৫) Enter
প্রেশ করুন ।
৬) এবার লিখুন rd
এবং একটি স্পেস দিয়ে
১টি ব্যাক
স্লাস দিন।
৭) তার পর lpt1
লিখে ২টি ব্যাক স্লাস
দিন
৮) Enter
প্রেশ করুন !
কাজ সেস।
ভাল লাগলে
comment করবেন ।।
আপনার PCতে তৈরী করুন Undeleteable Folder
Reviewed by Ab Mamun
on
November 14, 2015
Rating:

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।