মা হচ্ছেন সানি লিওন!
আর ঠিক এই জায়গায় এসে মাথা চাড়া দিয়েছে অনেকগুলো প্রশ্ন। বলিউডে এখনও ভালো করে নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে পারেননি সানি। অনেক ছবি তিনি করছেন ঠিকই, কিন্তু সুপারহিটের তালিকায় পৌঁছয়নি একটাও! তাহলে এই ক্যারিয়ারের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত কেন নিচ্ছেন তিনি?
উত্তরটা দিয়েছেন সানি। জানিয়েছেন, তিনি আর ড্যানিয়েল অনেক দিন ধরেই পরিবারে নতুন একটি সদস্য আসুক, সেটা চাইছিলেন। সমস্যা হচ্ছিল সানির ব্যস্ততা নিয়ে।
এবার কি তাহলে সানির হাত খালি? মিলাপ জাভেরির ‘মস্তিজাদে’-র পর আর কোনো ছবি হাতে নিচ্ছেন না তিনি? সানির সিদ্ধান্ত তো সেরকমই বলছে।
আর কানাঘুষো বলছে অন্য কথা। অনেক দিন ধরে ঠেকিয়ে রাখলেও এবার না কি সানি আর তাঁর শাশুড়ির যুক্তি খণ্ডন করতে পারেননি। ড্যানিয়েলের মা অনেক দিন ধরেই তাগাদা দিচ্ছিলেন সানিকে মা হওয়ার জন্য। নানা সময়ে নানাভাবে শাশুড়িকে আটকেছেন সানি। এবার আর কোনো যুক্তিই দেখাতে না পেরে রাজি হতে বাধ্য হয়েছেন।
মা হচ্ছেন সানি লিওন!
Reviewed by Ab Mamun
on
December 14, 2015
Rating:
No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।