বাংলাদেশ দলে নতুন মুখ, ছিটকে গেলেন কারা?
প্রতিবছরের মত নতুন বছরের (২০১৬) জন্য একটি অভিজাত স্কোয়াডের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ঘোষণার মধ্যে দিয়ে ১৫ জন ক্রিকেটার এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভূক্ত ক্রিকেটার হিসাবে থাকবেন।
২০১৫ সালে ছিলেন এখন নেই এমন ক্রিকেটার যেমন রয়েছেন তেমনি নতুন করে সুযোগ পেয়েছেন কয়েকজন ক্রিকেটার। দেখে নেয়া যাক এই তালিকাটি, যারা এখন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসাবে থাকবেন। তবে এর আগে একটি বিষয় জানিয়ে রাখা ভালো। আর সেটি হলো গ্রেডিংয়ের বিষয়টি ঠিক করার জন্য এখনো কাজ করছে বিসিবির কর্মকর্তারা।
এ প্লাসসহ ৫টি গ্রেট এবারও থাকবে। এই গ্রেডের ভিত্তিতে বেতন পাবেন তালিকাভূক্ত ক্রিকেটাররা। নতুন বছরের জন্য তালিকায় রয়েছেন, ১. মাশরাফি বিন মুর্তজা, ২. সাকিব আল হাসান, ৩. তামিম ইকবাল, ৪. মুশফিকুর রহিম, ৫. মাহমুদুল্লাহ রিয়াদ, ৬. মুস্তাফিজুর রহমান, ৭. সাব্বির রহমান, ৮. সৌম্য সরকার, ৯. রুবেল হোসেন, ১০. আল আমিন হোসেন, ১১. মুমিনুল হক, ১২. তাইজুল ইসলাম, ১৩. আরাফাত সানি, ১৪. ইমরুল কায়েস, ১৫. নাসির হোসেন। ২০১৫ সালের পারফর্মের ভিত্তিতে ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটাগরিতে সাজাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির কর্মকর্তারা এখন এই অংক মিলানোর কাজে ব্যস্ত।
উল্লেখ্য, এই তালিকায় এবারের নতুন মুখ মুস্তাফিজ, সৌম্য ও সাব্বির। আর ছিটকে যান সফিউল ও বিজয়।
Reviewed by Ab Mamun
on
December 29, 2015
Rating:

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।