বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! হ্যাঁ, চলচ্চিত্র জগতে এমন ঘটনার কোন কমতি নেই। নামীদামী সেলিব্রেটিরা এমন খবরের জন্ম দিয়েছেন। তার মধ্যে রয়েছেন শ্রীদেবী, অমৃতা অরোরার মতো অভিনেত্রী। তারা হয়তো গোপনে বিয়ে করেছেন অথবা অন্তঃসত্ত্বা হওয়ার পর তাদের বিয়ের ঘোষণা দিয়েছেন। এমন অভিনেত্রী বলিউডের শ্রীদেবী। তিনি প্রকাশ্যে যখন তাদের বিয়ের ঘোষণা দিলেন তখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। বনি কাপুরের সঙ্গে এ সময় তিনি বিয়ের ঘোষণা দিয়েছিলেন। তারা ১৯৯৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর কয়েক মাসের মধ্যেই বড় মেয়ে জানভির জন্ম হয়। প্রায় একই পথে গিয়েছেন কঙ্কনা সেন। ২০১০ সালে কঙ্কনা সেনের বাসভবনে এক প্রাইভেট অনুষ্ঠানে তিনি দীর্ঘদিনের প্রেমিক রণবীর শোরেকে বিয়ে করেন। তারা বিয়ের সামান্য পরেই ঘোষণা দেন যে, তারা প্রথম সন্তানের পিতামাতা হতে চলেছেন। অবশেষে ২০১১ সালের শুরুর দিকে তাদের প্রথম সন্তান একটি ছেলের জন্ম হয়। আরেক সেলিব্রেটি শারিকা। কমল হাসানের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ওই সময় বণি গণপথির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন কমল হাসান। তা সত্ত্বেও শারিকা তাদের প্রথম সন্তান শ্রুতি হাসানের জন্ম দেন। তারপর দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আরেক সেলিব্রিটি হলেন অনুশকা শঙ্কর। বৃটিশ চলচ্চিত্র নির্মাতা জো রাইটসের সঙ্গে তিনি ডেটিং করছিলেন। এর মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ওই সময় তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেছিলেন, সন্তান জন্ম দিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বাধ্যতামুলক নয়। ২০১০ সালের আগস্টে এই সেতার শিল্পী অন্তঃসত্ত্বা হন। বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরের মাসেই। অমৃতা অরোরা তাড়াহুড়ো করে প্রেমিক শাকিল রাদাকের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে দেন। এতে চলচ্চিত্র জগতের অনেকেই এত তাড়াহুড়ো করে বিয়ের কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে সহসাই প্রকাশ হয়ে পড়ে অমৃতা অন্তঃসত্ত্বা। তাই এত দ্রুততার সঙ্গে তিনি বিয়ের ঘোষণা দিয়েছেন। মমতা চৌধুরীর বিয়ে সম্পন্ন হয় খুব প্রাইভেটভাবে। বিয়ের পরই তিনি অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন। গুজব আছে যে, পাকিস্তানি নায়িকা বীনা মালিক তার প্রেমিক দ্বারা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। ওই প্রেমিক তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিলেন। জেসিকা হাইনস অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তার এক প্রেমিক দ্বারা। বিক্রম ভাটের ‘গোলাম‘ ছবির শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে। তবে ওই প্রেমিক তার এ অভিযোগ অস্বীকার করেন। পরে জেসিকা এক সাক্ষাতকারে বলেন, তার সন্তান বড় হলে তিনি বলবেন যে, তার পিতা তাকে পছন্দ করে না। অভিনেত্রী মোনা আবেগাওনকার একটি মেয়ে সন্তানের জন্ম দেন। গুজব ছড়িয়ে পড়ে যে, তিনি সিআইডির একটি টিভি শোর সেটে দয়ানন্দ শেঠী দ্বারা অন্তসত্ত্বা হয়ে পড়েন। ওই ইউনিটের এক অভিনেতা বলেন, সবাই জানে মোনার সন্তানের পিতা দয়ানন্দ। এ কথা মোনা স্বীকার করেছেন তার ঘনিষ্ঠজনদের কাছে। কিন্তু দয়ানন্দ তা স্বীকার করেন নি। কারণ, তিনি ছিলেন বিবাহিত। প্রথম স্ত্রীর সঙ্গে তার একটি সন্তানও ছিল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ভিভিয়েন রিচার্ডের সঙ্গে প্রেম হয়েছিল নিনা গুপ্তর। এ সম্পর্কের কারণে নিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। মাসাবা নামে একটি মেয়ের জন্ম দেন তিনি। তখনও নিনার বিয়ে হয় নি।
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা যেসব নায়িকা
Reviewed by Ab Mamun
on
December 13, 2015
Rating: 5
No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !! ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।
No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।