ফের মামলার মুখোমুখি অ্যাপল
ফের মামলার মুখোমুখি হতে যাচ্ছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটির নামে আইফোন ফাইভ এবং ফাইভ এস ফোনের সফটওয়ার বাগ গোপন রাখার অভিযোগ এনে মামলা দায়ের করেছে মার্কিন টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি।
মামলার বাদীপক্ষ জানিয়েছে, আইফোন ৫ এবং ৫এস-এ ওয়াই-ফাই সংযোগ চালু থাকা অবস্থাতেও স্মার্টফোনটির এলটিই সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ডেটা খরচ বাড়িয়ে দেয়া হতো। ফোনটির এ ধরনের ত্রুটি অ্যাপলের জানা থাকলেও এটি সমাধান করতে কোন প্রকারের পদক্ষেপ গ্রহণ করেনি অ্যাপল। আর এটি ছিল এক ধরনের প্রতারণা। এই প্রতারণার বিরুদ্ধেই মামলা দায়ের করেছে এটিঅ্যান্ডটি।
এ বিষয়ে মার্কিন তদন্তকারী প্রতিষ্ঠান হেগেনস বারম্যান অ্যাপলের এ ধরনের ভুল প্রথম সবার নজরে আনেন। তাদের তদন্তে দেখা যায়, এটিঅ্যান্ডটি ব্যবহারকারীদের জন্য কোনো সফটওয়্যার প্যাচ ইসু করা তো দূরে থাক, সফটওয়্যার বাগটির অস্তিত্বই স্বীকার করেনি অ্যাপল।
মামলার বিষয়ে এটিঅ্যান্ডটির বাদী পক্ষ থমাস পালমারের জানান, আমাদের গ্রাহকদের সফটওয়্যার প্যাচ থেকে বঞ্চিত করেছে অ্যাপল। এটি একেবারেই উচিত হয়নি অ্যাপলের। এছাড়াও তিনি আরো জানান, আইওস অপারেটিং সিস্টেম ৭ সফটওয়্যার আপডেট আনার সময়ও সফটওয়্যার বাগটির সংশোধন আনেনি অ্যাপল।
ফের মামলার মুখোমুখি অ্যাপল
Reviewed by Ab Mamun
on
December 20, 2015
Rating:

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।