এক প্রিয় বোনের হৃদয়বিদারক কান্না।।
এক প্রিয় বোনের হৃদয়বিদারক কান্না
“আমার চারটি বোন আছে এবং আমি তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী। যে কোন কারণেই হোক, আমি বুঝতে পারি না, কেন আমার আত্মীয়স্বজনরা সচরাচর অন্য বোনদের বাড়িতে বেড়াতে যায়। কোন উপলক্ষ ছাড়া তারা খুব কমই আমার বাড়িতে বেড়াতে আসে, যেখানে অন্য বোনদের বাড়িতে প্রায় নিয়মিতই যায়। আমার ঘরে বেড়াতে আসার ব্যাপারে তারা খুবই অমনযোগী। অধিকন্তু তারা আমার সাথে সম্পর্কও ছিন্ন করে ফেলে অনেকদিনের জন্য, যার ফলে অনেকদিন তাদের খুব কম সংখ্যক জনকেই আমি দেখতে পাই। এটা এমন যেন তাদের হৃদয় অভিধানে আমার নামটি পর্যন্ত নেই। কিছু আমাকে দেখতে আসে অলস ও কুঁড়ে অবস্থায়। তাদের ক্ষমার আবেদন কখনই গ্রহণযোগ্য নয়। আমার কী করা উচিত?
বোনদের মধ্যে আমিই সবচেয়ে উদার, যাঁরা আমার বাড়িতে বেড়াতে আসে তাদের কাছে। তবুও আমি আমার বোনদের কাছে সামান্যও অভিযোগ করি না, এই অল্প উপস্থিতির জন্য। তারা সকলেই জানেন, আমিই সবচেয়ে বেশি প্রতিদান দেই।
অনেকেই আমার আত্মীয়স্বজনদের আমার বাড়িতে বেড়াতে আসার জন্য উপদেশ দেয়, কারণ আমার কাছে আছে ভাল জিনিসের প্রাচুর্য, যা আমি আমার বাড়িতে বেড়াতে আসা আত্মীয়দের দু’হাত ভরে দিই। এত কিছুর সত্ত্বেও, তারা আমার সাথে দূরত্ব বাড়িয়েই চলে।
সমস্যাটা কী? কেন এই পরিত্যাগ? আমি কি পাঁচ বোনের একজন না? কেন তারা আমাকে তাদের ঘনিষ্টতা থেকে দূরে রাখে? তারা কেন আমার সম্পর্কে ভুলে যায়?
এটাই আমার হৃদয় বিদারক ঘটনার শেষ। আমি কে তা জেনে কীই বা হবে?
আমাকে দুটি নামে ডাকা হয়, যার প্রত্যেকটি তিনটি করে বর্ণ দ্বারা গঠিত যদি আরবিতে বানান করা হয়।
আমি আর কেউই না, আমি হচ্ছি সম্পদশালী ও অবহেলিত ফজরের সালাত।
আমার অভিযোগ সেই সব মুসলিম সম্পর্কে, যারা আমাকে ত্যাগ করেছে। আমার অন্য চার বোন হচ্ছে বাকি চার ওয়াক্ত সালাত এবং আমার আত্মীয় হচ্ছে মুসলমানরা, যাঁরা আমার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে।”
“…নিশ্চয় সালাত মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে।”
[আন-নিসাঃ ১০৩]
Reviewed by Ab Mamun
on
December 09, 2015
Rating:

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।