মুক্তির পথে মাহির ''কৃষ্ণপক্ষ''
জনপ্রিয় চিত্রনায়িকা মাহি অভিনীত ও প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ''কৃষ্ণপক্ষ'' উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ''কৃষ্ণপক্ষ'' আসছে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে। এরইমধ্যে চলচ্চিত্রটি সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। মেহের আফরোজ শাওন পরিচালিত এই চলচ্চিত্রটিতে মাহির বিপরীতে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। আর এর মধ্য দিয়েই প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করেছেন রিয়াজ ও মাহি। চলচ্চিত্রটিতে অরু চরিত্রে অভিনয় করেছেন মাহি। আর রিয়াজ অভিনয় করেছেন মুহিব চরিত্রে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিতে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসি বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।
মুক্তির পথে মাহির ''কৃষ্ণপক্ষ''
Reviewed by Ab Mamun
on
January 28, 2016
Rating:
No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।