যখন সহবাস করবে তখন কি বলবে?
মাসআলাঃ ৪. যখন সহবাস করবে তখন কি বলবে?
আর যখন সহবাস করবে তখন তাঁর জন্য এ কথা বলা উচিতঃ
“শুরু করছি আল্লাহর নামে। হে আল্লাহ! আমাদেরকে শায়তান থেকে রক্ষা করুণ এবং আমাদেরকে যা দান করবেন তাকে শায়তান থেকে রক্ষা করুণ।

[1] সহীহ বুখারী ৯/১৮৭ এবং বাকী সুনান সমূহের লেখকগণ নাসাঈ ব্যতীত। ইশরাহ ৭৯/১, মুসান্নাফে আবদুর রাযযাক ৬/১৯৩/১৯৪ পৃঃ এবং ত্বাবারানী ৩/১৫১/২।
যখন সহবাস করবে তখন কি বলবে?
Reviewed by Ab Mamun
on
February 22, 2016
Rating:

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।