ব্রেকিং নিউজ ! দীপিকার প্রেমে সাকিব!
সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের অপরিহার্য এক জন ক্রিকেটার। মাঠের বাইরে তাঁর পছন্দ কী? স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের একনম্বর অলরাউন্ডার। এমনটাই জানিয়েছে কলকাতার এবেলা পত্রিকা।
সাকিব-আল হাসানের পছন্দ আমির খানকে। এ বার সাকিব প্রেমে পড়েছেন দীপিকা পাডুকোনের। কোনও জল্পনা নয়। সাকিবই স্বয়ং এই কথা জানিয়েছেন। শাহরুখ খানকে আগে থেকেই পছন্দ করেন সাকিব। কাজল ও ক্যাটরিনা কাইফও সাকিবের পছন্দের তালিকায় রয়েছেন। এবার এলেন দীপিকা। প্রকাশ পাড়ুকোনের মেয়ের পিকু ছবিটিও দেখেছেন সাকিব। বেশ ভালই লেগেছে তাঁর।
ব্রেকিং নিউজ ! দীপিকার প্রেমে সাকিব!
Reviewed by Ab Mamun
on
April 19, 2016
Rating:
No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।