সুন্দরী নারীর সাথে কথা বললেই আই ফোন ফ্রি!
আই ফোন অনেকের কাছেই স্বপ্নের একটি ফোন। আর এই স্বপ্নে ফোনটি যদি আপনাকে ফ্রিতে অফার করে তবে? ভাবছেন ভুল কিছু বলছি? না। একদমই ভুল না। শুধু মাত্র একজন সুন্দরী নারীর সাথে পাঁচ মিনিট দাঁড়িয়ে কথা বললেই আপনি পেয়ে যাবেন আই ফোন সিক্স।এমনই অফার দেওয়া হচ্ছে দুবাইয়ের এক শপিং মলে। শুধু আই ফোনই নয় সঙ্গে দেওয়া হচ্ছে ১২০০ মিনিট টক টাইম ও ১৪ জিবি ডেটা একেবারে বিনামূল্যে। কিন্তু ওই যে বলে না শর্তাবলী প্রযোজ্য জিনিসটা বড় ঝামেলার।
এখানেও তাই, কথা বললেই আই ফোন ফ্রি ব্যাপরটা অত সহজে মিলবে না। একটা বিশেষ কোম্পানির মোবাইল কেনার পরই কিছু শর্ত পূরণের পর মিলবে এই সুযোগ। তবে ভিড় বেশ হচ্ছে। কথা বলে আই ফোন জেতার সুযোগ কেই বা হাতছাড়া করতে চায়।
সুন্দরী নারীর সাথে কথা বললেই আই ফোন ফ্রি!
Reviewed by Ab Mamun
on
April 26, 2016
Rating:
Reviewed by Ab Mamun
on
April 26, 2016
Rating:

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।