মাশরাফির প্রেমের গল্প।।।
মাশরাফি-সুমনা: ছোট্ট শহরে পাশেই
ছোটবেলা কেটেছে মাশরাফি বিন
মর্তুজার। নড়াইলের মেয়ে ও নড়াইলের
ছেলে। ছোটবেলা থেকেই
জানাশোনা। তবে মন দেওয়া-
নেওয়ার পর্বটা শুরু হয় কলেজে পড়ার
সময়। এলাকার কারো অজানা ছিল না
মাশরাফি ও সুমির প্রেমকাহিনী।
সাদা মনের মাশরাফির প্রতিভার
বিকাশ হতে সময় লাগেনি মোটেও।
বাংলাদেশ দলে সুযোগ পেয়েই হলেন
বড় তারকা।
গ্রামের মানুষের সন্দেহ জন্মাল তাদের
সর্ম্পক নিয়ে। সুমির বাবাকে
প্রতিবেশীরা বোঝাতে চাইলেন,
তার মেয়েকে বিয়ে করবেন না
মাশরাফি। ‘ও এখন বড় তারকা’
প্রতিবেশীদের এমন কথায় মাশরাফির
বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে
হাজির হন সুমির বাবা। রাজি হয়ে
যান দু’জনেই। ২০০৬ সালের সেপ্টেম্বরে
বিয়ে হয় তাদের। তবে কে প্রথম প্রেম
নিবেদন করেছিলেন, সেটি অবশ্য
রহস্যের মধ্যেই রেখে দিয়েছেন
মাশরাফি। সুখী এ দম্পতির ঘর আলো
করে করেছে মেয়ে হুমাইরা ও ছেলে।
No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।