ব্রেকিং নিউজ ! বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ, দেখে নিন সময়সূচি..!
বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসর বসতে যাচ্ছে আগামী ৪ঠা নভেম্বর। ইতিমধ্যে এই টুর্নামেন্টকে সামনে রেখে চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।
সূচি অনুযায়ী বিপিএলের প্রথম দিন মিরপুরে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং এবারের বিপিএলে ফেরা রাজশাহী কিংস। এরপর একই দিনে এবং একই মাঠে বিকেলে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস। প্রতি আসরের মতো এবারও প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায় ও সন্ধ্যা সাতটায়।
বিপিএলের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এবারের বিপিএল হবে ডাবল লিগ পদ্ধতিতে। এই পদ্ধতিতে মোট ম্যাচের সংখ্যা ৪৬ টি। মোট ৩৭ দিনের এই টুর্নামেন্টে বিরতি আছে ১২ দিন করে। বিপিএলের সবগুলো ম্যাচ দেখা যাবে সরাসরি দেখা যাবে চ্যানেল নাইনের পর্দায়।
বিপিএলের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এবারের বিপিএল হবে ডাবল লিগ পদ্ধতিতে। এই পদ্ধতিতে মোট ম্যাচের সংখ্যা ৪৬ টি। মোট ৩৭ দিনের এই টুর্নামেন্টে বিরতি আছে ১২ দিন করে। বিপিএলের সবগুলো ম্যাচ দেখা যাবে সরাসরি দেখা যাবে চ্যানেল নাইনের পর্দায়।
বিপিএলের চূড়ান্ত সূচিটি দেখে নিন-
| তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
| ৪-১১-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস | ঢাকা |
| ৪-১১-২০১৬ | ৭ঃ০০ | রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস | ঢাকা |
| ৫-১১-২০১৬ | ২ঃ৩০ | চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস | ঢাকা |
| ৫-১১-২০১৬ | ৭ঃ০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
| ৬-১১-২০১৬ | ২ঃ৩০ | রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস | ঢাকা |
| ৬-১১-২০১৬ | ৭ঃ০০ | বরিশাল বুলস ও খুলনা টাইটানস | ঢাকা |
| ৮-১১-২০১৬ | ২ঃ৩০ | ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলস | ঢাকা |
| ৮-১১-২০১৬ | ৭ঃ০০ | চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ঢাকা |
| ৯-১১-২০১৬ | ২ঃ৩০ | খুলনা টাইটানস ও রাজশাহী কিংস | ঢাকা |
| ৯-১১-২০১৬ | ৭ঃ০০ | রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
| ১১-১১-২০১৬ | ২ঃ৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস | ঢাকা |
| ১১-১১-২০১৬ | ৭ঃ০০ | ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস | ঢাকা |
| ১২-১১-২০১৬ | ২ঃ৩০ | খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
| ১২-১১-২০১৬ | ৭ঃ০০ | রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
| ১৩-১১-২০১৬ | ২ঃ৩০ | বরিশাল বুলস ও রাজশাহী কিংস | ঢাকা |
| ১৩-১১-২০১৬ | ৭ঃ০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস | ঢাকা |
| ১৭-১১-২০১৬ | ২ঃ৩০ | চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডাইনামাইটস | চট্টগ্রাম |
| ১৭-১১-২০১৬ | ৭ঃ০০ | বরিশাল বুলস ও রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ১৮-১১-২০১৬ | ২ঃ৩০ | চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস | চট্টগ্রাম |
| ১৮-১১-২০১৬ | ৭ঃ০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ১৯-১১-২০১৬ | ২ঃ৩০ | ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস | চট্টগ্রাম |
| ১৯-১১-২০১৬ | ৭:০০ | চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস | চট্টগ্রাম |
| ২১-১১-২০১৬ | ২:৩০ | ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস | চট্টগ্রাম |
| ২১-১১-২০১৬ | ৭ঃ০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস | চট্টগ্রাম |
| ২২-১১-২০১৬ | ২ঃ৩০ | খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ২২-১১-২০১৬ | ৭ঃ০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস | চট্টগ্রাম |
| ২৫-১১-২০১৬ | ২:৩০ | রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস | ঢাকা |
| ২৫-১১-২০১৬ | ৭ঃ০০ | বরিশাল বুলস ও খুলনা টাইটানস | ঢাকা |
| ২৬-১১-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
| ২৬-১১-২০১৬ | ৭ঃ০০ | খুলনা টাইটানস ও রাজশাহী কিংস | ঢাকা |
| ২৭-১১-২০১৬ | ২:৩০ | বরিশাল বুলস ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
| ২৭-১১-২০১৬ | ৭ঃ০০ | রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
| ২৯-১১-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস | ঢাকা |
| ২৯-১১-২০১৬ | ৭ঃ০০ | খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
| ৩০-১১-২০১৬ | ২:৩০ | রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
| ৩০-১১-২০১৬ | ৭ঃ০০ | বরিশাল বুলস ও রাজশাহী কিংস | ঢাকা |
| ২-১২-২০১৬ | ২:৩০ | রংপুর রাইডার্স ও বরিশাল বুলস | ঢাকা |
| ২-১২-২০১৬ | ৭ঃ০০ | ঢাকা ডাইনামাইটস ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
| ৩-১২-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস | ঢাকা |
| ৩-১২-২০১৬ | ৭ঃ০০ | রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
| ৪-১২-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স | ঢাকা |
| ৪-১২-২০১৬ | ৭ঃ০০ | ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস | ঢাকা |
| ৬-১২-২০১৬ | ২:৩০ | এলিমিনেটর (তৃতীয় স্থান অধিকারী দল ও চতুর্থ স্থান অধিকারী দল) | ঢাকা |
| ৬-১২-২০১৬ | ৭ঃ০০ | প্রথম কোয়ালিফায়ার (প্রথম স্থান অধিকারী দল ও দ্বিতীয় স্থান অধিকারী দল) | ঢাকা |
| ৮-১২-২০১৬ | ৭ঃ০০ | বিপিএল ২০১৬ সেমিফাইনাল ম্যাচ | ঢাকা |
| ১০-১২-২০১৬ | ৬ঃ৩০ | বিপিএল ৪ ফাইনাল ম্যাচ | ঢাকা |
ব্রেকিং নিউজ ! বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ, দেখে নিন সময়সূচি..!
Reviewed by Ab Mamun
on
October 24, 2016
Rating:
Reviewed by Ab Mamun
on
October 24, 2016
Rating:


No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।