৫৫টি ছক্কা মারতে চান গেইল!

চিটাগং ভাইকিংসের হয়ে খেলতে গতকাল শুক্রবার ঢাকায় এসেছেন গেইল। শনিবার মিরপুর শেরেবালা স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘লোকে আমাকে চেনে সিক্স মেশিন হিসেবে। আসলেও ছক্কা মারার জন্যই আমি বেশি পরিচিত। ছক্কা আমি ভালোই মারতে পারি। চেষ্টা করি যতক্ষণ উইকেটে থাকি, দর্শকদের বিনোদন দিতে। এবারের বিপিএলেও সেই চেষ্টা থাকবে আমার।’
মূলত দর্শকদের আবেদন আর চিৎকারই এই ক্যারিবীয় ব্যাটিং দানবকে ছক্কা মারতে বেশি অনুপ্রাণিত করে, ‘দর্শকরা যখন চায় আমি ছক্কা মারি। চিৎকার করে সেটা বলে, তখন আমাকে অনুপ্রেরণা জোগায় ভালো করতে।’
এর আগে বিপিএলে ১০টি ইনিংস খেলে ৫০টি ছক্কা মেরেছিলেন গেইল। এবারও কি থাকবে সেই ধারাবাহিকতা? এমন প্রশ্নের উত্তরে তিনি মজা করে বলেন, ‘তাই নাকি! এর আগে ১০ ইনিংসে ৫০ ছক্কা? এবার চার ইনিংসেই ৫৫টি হয়ে যেতে পারে! আশা করি, কালকের উইকেট ভালো হবে। প্রথম ম্যাচে কিছুটা স্নায়ুচাপ থাকতে পারে। তবে এটাই জীবন। উপভোগ করতে চাই।’
এবারের আসরে গেইলের সঙ্গে পাঁচ ম্যাচের চুক্তি হয়েছে চিটাগংয়ের। তাদের দল গ্রুপ পর্ব পেরোতে পারলে চুক্তির মেয়াদও বাড়তে পারে।
৫৫টি ছক্কা মারতে চান গেইল!
Reviewed by Ab Mamun
on
November 26, 2016
Rating:

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।