আগে বিশ্রাম পরে আইপিএল - বিসিবি বস নাজমুল হাসান পাপন।।
কলম্বো থেকে প্রতিনিধি : তিনি আইপিএল খেলতে যাচ্ছেন কি যাচ্ছেন না? গত কয়েক দিন ধরে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এই বিভ্রান্তির সুরাহা কিছুতেই হচ্ছিল না। ভারতীয় এক ওয়েবসাইটে খবর বেরিয়েছিল যে ‘কাটার মাস্টার’কে এবার পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। সেই খবরের পরিপ্রেক্ষিতে গত পরশু কলম্বোয় মুস্তাফিজ নিজেও নিশ্চিত করে কিছু বলেননি। শুধু বলেছিলেন শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে ছাড়পত্র দেবে কি না, সেটিও তিনি জানেন না।
এবার সিরিজের শেষ ম্যাচ দেখতে কলম্বো আসা বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছ থেকে মিলল উত্তর। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘মুস্তাফিজ যদি খুব উৎসাহী হয়, তাহলে অবশ্যই ওকে আইপিএল খেলতে যেতে দেওয়া হবে। ’ তবে যাওয়ার আগে অন্তত ১০ দিন বিশ্রাম নেওয়ার শর্তও জুড়ে দিয়েছেন নাজমুল। তাঁর যুক্তি, ‘আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইনজুরি থেকে ফেরার পর মুস্তাফিজ এখনো আগের কার্যকারিতা ফিরে পায়নি। এর মধ্যেও শ্রীলঙ্কায় সে টানা খেলে চলেছে। টেস্ট সিরিজ খেলল, এরপর পুরো ওয়ানডে সিরিজও। সামনে বাংলাদেশের আরো সিরিজ আছে। কাজেই এখান থেকে যাওয়ার পর অন্তত ১০ দিনের বিশ্রাম খুব জরুরি। ’
শুধু মুস্তাফিজ নন, বিশ্রাম এখন সবার জন্যই জরুরি বলেও মনে করেন বিসিবি সভাপতি, ‘এখান থেকে গিয়ে এই বাংলাদেশ দলের সবারই কমপক্ষে ১০ দিন বিশ্রামের প্রয়োজন। এ জন্য এমনকি ঢাকার প্রিমিয়ার লিগও আমরা আরো পাঁচ দিন পিছিয়ে দিয়েছি। ’ আইপিএল পেছাচ্ছে না তবে মুস্তাফিজের সেখানে যাওয়া অবশ্যই পেছাচ্ছে, ‘বিশ্রাম নেওয়ার পর যদি যেতে চায়, যেতে দেওয়া হবে। কিন্তু আমাদের তো আয়ারল্যান্ড-ইংল্যান্ডেও খেলা আছে। কাজেই গেলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ মুস্তাফিজ পাবে না। ’ তাই সানরাইজার্সেরও তাঁকে লম্বা সময়ের জন্য পাওয়ার সম্ভাবনা নেই।
আগে বিশ্রাম পরে আইপিএল - বিসিবি বস নাজমুল হাসান পাপন।।
Reviewed by Ab Mamun
on
April 02, 2017
Rating:
Reviewed by Ab Mamun
on
April 02, 2017
Rating:


No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।