স্পেনে রাশিয়ান হ্যাকার আটক । এবি হেরা মাল্টিমিডিয়া
স্পেনের বার্সেলোনা থেকে এক রাশিয়ান হ্যাকারকে আটক করেছে স্থানীয় পুলিশ সদস্যরা। ১১ এপ্রিল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। এতে স্প্যানিশ পুলিশের বরাত দিয়ে বলা হয়, পায়েত্রি লিভাশোভ নামে ওই রাশিয়ান হ্যাকারকে শুক্রবার আটক করা হয়। বর্তমানে তাকে দেশটির কারাগারে রাখা হয়েছে। জানা যায়, আটক পায়েত্রি লিভাশোভ কম্পিউটারে ম্যালওয়্যার ভাইরাস ছড়িয়ে হ্যাকিং কার্যক্রম পরিচালনা করতো। এদিকে পায়েত্রির স্ত্রী রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরটিকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় হ্যাকিং কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার ভাষ্য- পায়েত্রিকে আটকের পর স্প্যানিশ পুলিশ তাকে জানিয়েছে, তার স্বামী এমন একটি ভাইরাস তৈরি করেছিলেন যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছে। এজন্য তাকে আটক করা হয়েছে।
স্পেনে রাশিয়ান হ্যাকার আটক । এবি হেরা মাল্টিমিডিয়া
Reviewed by Ab Mamun
on
May 04, 2017
Rating:
Reviewed by Ab Mamun
on
May 04, 2017
Rating:

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।