আসসালামু আলাইকুম ll টেক মুন্নি এর পক্ষ থে‌কে সবাই‌কে শু‌ভেচ্ছা ও স্বাগতম ll আমাদের সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে এখানে ক্লিক করে যোগাযোগ করুন ll কিভাবে বুটাবেল উইন্ডোজ ৭ ইউএসবি পেনড্রাইভ তৈরী করবেন । পূর্নাঙ্গ বাংলা টিউটোরিয়াল TECH MUNNITECH MUNNI l BD JOBS l BLOGGING l FREELANCING l ADSENSE l YOUTUBE l MOBILE TIPS l

কিভাবে বুটাবেল উইন্ডোজ ৭ ইউএসবি পেনড্রাইভ তৈরী করবেন । পূর্নাঙ্গ বাংলা টিউটোরিয়াল

উইন্ডোজ ৭ ডিভিডি থেকে সেটাপ করার কাজটা অনেকেই সহজেই করে থাকেন। তবে ফ্লপি ডিস্কের কথা ভুলে গেলে কিন্তু চলবে না। মনে আছে নিশ্চয়ই। সেই দিনের কথা। যখন একটা ১.৪ এমবি সাইজের ফ্লপি ডিস্কেট ব্যবহার করা হত আর সাথে ছিল ডস মোড। কতই না ঝামেলা মনে হয়েছিল। যাইহোক আগের মত উইন্ডোজ ৯৫/৯৮ সিডি থেকে সেটাপ করার কথা কিংবা সেটা যে কি রকম কষ্টের বিষয় ছিল তাহা বোধ করি সবার অজানা নয়।
আজ আমার এই সাটের এটি প্রথম পোষ্ট শুধু মাত্র বহুদিনের দাবিদার কিছু সংখ্যক পাঠকের অনুরোধে বাংলাতে করতে যাচ্ছি। আশা করি আপনাদের জন্য আমার এই ছোট্ট উপহার খুব ভাল লাগবে। তাই কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি।

কিভাবে বুটাবেল উইন্ডোজ ৭ ইউএসবি পেনড্রাইভ তৈরী করা যায়?

বুটেবল/বুটাবেল পেনড্রাইভ তৈরী করতে অনেক পাঠক/কম্পিউটার অপারেটর ভাই-বোনেরা হিমশিম খাচ্ছেন। তো নিচের মত করে কাজ করে দেখুন ১০০% তৈরী হয়ে যাবে। পরীক্ষিত উইন্ডোজ ৭ বুটেবল পেনড্রাইভ।
১।আমাদের দরকার ছিল ৪+ জিবি পেনড্রাইভ। বাজারে যেহেতু ৬ জিবি পেনড্রাইভ পাওয়া যায় না। তাই কি আর করার আপাতত আমাদের ৮ জিবি একটি পেন ড্রাইভ লাগবে।
২। কমান্ড প্রম্পট জানতে হবে। খুব বেশি লাইন লিখতে হবে না। একটু জানলেই হবে।

কাজটি করার সময় সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। কোন কারণে কোন ড্রাইভ ফরম্যাট হলে কিংবা অন্য কোন সমস্যা দেখা দিলে আমি দায়ি নই। প্রয়োজনে কমেন্ট করুন।

কিভাবে বুটাবেল উইন্ডোজ ৭ ইউএসবি পেনড্রাইভ তৈরী করা যায়?

প্রথম ধাপঃ-
১। ডিভিডি ড্রাইভের মধ্যে উইন্ডোজ ৭ এর ডিভিডি প্রবেশ করান।
২। ৮ জিবি পেনড্রাইভটি যেকোন ইউএসবি পোর্টে প্রবেশ করান।
৩। ক্লিক/প্রেস করুনঃ- উইন্ডোজ কি  (কিবোর্ড থেকে উইন্ডোজ লোগো কি চাপ দিন)
৪। এখন নিচের মত ইংরেজি লাইন গুলো ফলো করুন। বাংলাতে কোন কমান্ড লেখা যায় না বিধায় এবার ইংরেজি শুরু করলাম।
5.  cmd>Run As Administrator
6. C:\Windows\System32> diskpart
7. Diskpart> list disk
8. Select Disk 1 or 2 or 3 ( আপনার পেনড্রাইভ যেখানে দেখাচ্ছে, সাবধানে সেটি লিখুন। যদি ১ হয় তবে সিলেক্ট ডিস্ক ১)
9. Clean
10. create partition primary
11. select partition 1
12. active
13. format fs=ntfs quick (১০০% ফরমেট কমপ্লিট দেখাবে)
14. assign
15. exit (ডিস্কপার্ট লিভিং)
আবার উপরের মত C:\Windows\System32> লেখা আসবে।
16. D: cd boot (My Computer এ গিয়ে শিওর হয়ে নিবেন যে, “ডি” ড্রাইভে উইন্ডোজ ৭ এর ডিভিডি আছে কি না। অনেকের I, J, K, L ইত্যাদি ড্রাইভ হতে পারে। সেক্ষেত্রে সেই লেটার দিতে হবে।)
17. cd boot
18. bootsect.exe/nt60 e: (এখানে E: মানে পেনড্রাইভের লেটার) অবশ্যই শিওর হয়ে নিবেন।
Successfully updated NTFS file system boot code লেখা দেখাবে।
19. exit (অথবা command prompt close করে দিন)
এবার আসি দ্বিতীয় ধাপেঃ-
১। এবার My Computer এ গিয়ে D: Drive (যেখানে উইন্ডোজ ৭ এর ডিভিডি আছে) Right Click করে Open করুন।
২। আবার My Computer এ গিয়ে E: Drive (এখানে E: মানে পেনড্রাইভের লেটার) Right Click করে Open করুন।
৩। এবার উইন্ডোজ ৭ এর সকল ফাইল (১২টি আইটেম হতে পারে) কপি করে পেনড্রাইভের মধ্যে পেষ্ট করুন।
৪। কাজ শেষ হতে প্রায় ২৫/৩০ মিনিট সময় লাগেতে পারে।
৫।সমাপ্ত
এখন যেকোন সময় প্রয়োজনে সেটাপ দিন আপনার  তৈরী বুটেবল পেনড্রাইভ থেকে। উইন্ডোজ ৭ এ। ধন্যবাদ।
অবশ্যই দয়াকরে এই পোষ্টটি কপি করে কোথাও নিজের বলে চালিয়ে দিবেন না। ইহা কপিরাইট আইনে অবৈধ। একান্তই যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করুন অথবা আপনার সাইটের পোষ্টের নিচে এই পোষ্টের লিংক সোর্স হিসাবে দিতে পারেন।
কিভাবে বুটাবেল উইন্ডোজ ৭ ইউএসবি পেনড্রাইভ তৈরী করবেন । পূর্নাঙ্গ বাংলা টিউটোরিয়াল কিভাবে বুটাবেল উইন্ডোজ ৭ ইউএসবি পেনড্রাইভ তৈরী করবেন । পূর্নাঙ্গ বাংলা টিউটোরিয়াল Reviewed by Ab Mamun on May 07, 2017 Rating: 5

No comments

আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।

Creator

About Me
Munere veritus fierent cu sed, congue altera mea te, ex clita eripuit evertitur duo. Legendos tractatos honestatis ad mel. Legendos tractatos honestatis ad mel. , click here →