আসসালামু আলাইকুম ll টেক মুন্নি এর পক্ষ থে‌কে সবাই‌কে শু‌ভেচ্ছা ও স্বাগতম ll আমাদের সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে এখানে ক্লিক করে যোগাযোগ করুন ll বাংলা ঈদ মোবারাক এসএমএস ২০১৭ । Bangla Eid Mubarak SMS 2017 TECH MUNNITECH MUNNI l BD JOBS l BLOGGING l FREELANCING l ADSENSE l YOUTUBE l MOBILE TIPS l

বাংলা ঈদ মোবারাক এসএমএস ২০১৭ । Bangla Eid Mubarak SMS 2017

Bangla Eid SMS
v তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস,

তুমি সিতল ভোরের শিশির ভেজা ঘাস ।



তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত,

তোমাকে জানাই "ঈদ মোবারক"

v ঈদের হাওয়া লাগুক প্রাণে, 

মন ভরে যাক নতুন গানে !!



ঘুম ঘুম চোখে স্বপ্নীল চাওয়া 

ঈদে হোক সব কিছু পাওয়া ।।
।। ঈদ মোবারক ।।

v হাঁসের ডিম মুরগির ডিম

"দেখা হবে ঈদের দিন" 

ঈদ মানে আনন্দ 'ঈদ মানে খুশি' 

ঈদের দাওয়াত না দিলে 

মারবো একটা ঘুষি! 

ঈদ মোবারক


v মন চাইছে কারো সাথে কথা বলি।

মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।

ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।

ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি । 


- ঈদ মোবারক-


v চিঠি দিয়ে নয় "ফুল দিয়ে নয়"

কার্ড দিয়ে নয় "কল দিয়ে নয়"

মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে 

জানাই সবাই কে "অগ্রিম ঈদের শুভেচছা"

ঈদ মোবারক

v ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন । 

তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ ।

বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে । 

ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন ।


v দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ, 

সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল । 

ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।


v শপ্ন গুলো সত্যি হোক, 

সকল আশা পুরনো হোক। 

দু:খ দুরে যাক, 

সুখে জীবন ভরে যাক। 

জীবনটা হোক ধন্য, 
ঈদ মোবারাক তোমার জন্য। 
ঈদ মোবারাক!!


v সোনালি সকাল, রোদেলা দুপুর, 

পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত। 

সব রঙ্গে রাঙ্গিয়ে থাক 

আপনার সারাটি বছর, সারাটি জীবন। 


এই কামনায় "ঈদ মোবারাক"


v  আজ দু:খ ভুলার দিন, 

আজ মন হবে যে রঙ্গিন। 

আজ প্রান খুলে শুধু গান হবে, 

আজ সুখ হবে সিমাহীন। 

তার একটাই কারন, 
আজ যে ঈদের দিন। 
ঈদ মোবারাক !


v  নতুন সকাল নতুন দিন। 

শুভ হোক ঈদের দিন।

নতুন রাত বাকা চাঁদ। 

রঙ্গীন হোক ঈদের রাত।


.......... ঈদ মোবারক ........


v  কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, 

কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, 

কিছু স্মৃতি নিরবে কেদে যায়, 

শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় 


" ঈদ মোবারক "


v  তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে, 

দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে, 

অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ, 

এই কামনায় বন্ধু তোকে "ঈদ মোবারক"


v  ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে, 

অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে, 

সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে, 

শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে


v  এই এসএমএস, যার কাছে যাবি, 

যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি, 

লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি, 

আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক


v বলছি আমি আমার কথা, 

ঈদে থাকবে নাকো মনের ব্যাথা, 

আমার জীবনে অনেক চাওয়া, 

ঈদ থেকে সব পাওয়া, 

ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা, 

ঈদ মোবারক


v  শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি? 

টিক্কা না ঝালফ্রাই? 

এনটিভি না চ্যানেল-আই? 

রিলাক্স না বিজি? 

শাড়ি না শার্ট? 
Wishing from heart ... 

EID MUBARAK


v  পড়েছে আজ চাঁদের নজর,

তাইতো পেলাম ঈদের খবর।

হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,

সবাই পেলো ঈদের বাতাস।

সবাইকে ঈদের শুভেচ্ছা।

_____ঈদ মোবারক____


v  ঈদ আনে বস্তা ভর্তি খুশি, 

তাই তুমি খেয়ো পেট পুরে 

পোলাও আর খাশি। 

তাই বলে ঈদ কখনো হবে না বাসি, 

ঈদ মোবারক।

v  তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে, 

দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।

অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ, 

এই কামনায় ঈদ মোবারক।


v   ঈদের দাওয়াত তোমার তরে, 

আসবে তুমি আমার ঘরে। 

কবুল করো আমার দাওয়াত, 

না করলে পাবো আঘাত। 

তখন কিন্তু দেবো আড়ি, 
যাবো না আর তোমার বাড়ি। 
ঈদ মোবারক সবাই কে ।

"ঈদের অভিনন্দন"


v  চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়, 

নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় । 



ঈদ মোবারাক


v  ঈদ আসতে 1 দিন বাকি.....! 

এতো খুশি কোথায় রাখি......! 

বলাটা অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি...! 

একটি বছর ঘুরে আসবে সেই দিন....! 

ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন....! 
অনেকেই বিজি ঈদের কাজে....! 
আনান্দ টা সবার মাঝে.......!


v যেদিন দেখব ঈদের চাঁদ, 

খুশি মনে কাটবে রাত। 

নতুন সাজে সাজব আজ, 

আজ হলো ঈদের দিন 

আনন্দে কাটবে সারাদিন। 

ঈদ মোবারক


v   হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম, 

আর মাত্র কয়েক দিন | 

আসছে সবার খুশির দিন ! 

নতুন জামা কিনে নিন, 

সময় নেই বেশি দিন| 
দাওয়াত রইল অগ্রিম, 
আসবেন কিন্তু ঈদের দিন, 
অপেক্ষায় থাকবো সারাদিন..


v  দূরের মানুষ আসুক কাছে, 

কাছের জন থাকুক পাশে, 

মন ছুটে যাক তোমার টানে, 

নয়া চাদের আগমনে, 

কাটুক খুশি সবার মনে 

¤¤ঈদ মোবারক ¤¤


v  নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও। 

সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে। 



ঈদ মোবারাক বলো প্রান খুলে।


v  ঈদ মানে হাসি, ঈদ মানে আশা। 

ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা। 

ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি। 

ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি। 


ঈদ মোবারক


v  আকাশের নীল দিয়ে, হৃদয়ের ছোঁয়া দিয়ে, 

সবুজের অরণ্য দিয়ে, সাগরের গভীরতা দিয়ে 

তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা। 



ঈদ মোবারক।

v  সারা দেশে চলছে ঈদের উত্সব। 

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। 

ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি। 



ঈদ মোবারক।

v  ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি, 

বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি। 

কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে, 

আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে। 


ঈদ মোবারক।


v  আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে, 

ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে। 

পোলাও কোরমার সাথে দিব 7 আপ খেতে। 

ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে। 


ঈদ মোবারক।


v  কষ্টের আড়ালে সুখের রাশি, 

প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি। 

তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক। 



সবাইকে জানাই ঈদ মোবারক।

v  লাল শাড়ি পরে,, হাতে চুড়ি দিয়ে.. 

ঘুরবে যখন রিক্সায়,, পাশে কিন্তুু নিও আমায়..!! 



ঈদ মোবারক


v  রঙ লেগেছে মনে। মধুর এই খনে। 

তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে। 



"ঈদ মোবারাক


v  আনন্দের এই সময় গুলো, 

কাটুক থেমে থেমে, 

বছর জুড়ে তোমার তরে, 

ঈদ আসুক নেমে, “ঈদ মোবারক


v  আজকে খুশির বাধ ভেঙেছে, 

ঈদ এসেছে ভাই ঈদ এসেছে ,

শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে, 

সবার ঘরে আজ ঈদ এসেছে, 

সেই দিন আর নয় বেশি দুর, 
রমযান শেষ হলে কাটবে অপেখখার ঘোর,,, 
"ঈদ মোবারক


v  যে দিন দেখবো ঈদ এর চাঁদ , 

খুশি মনে কাটাবো রাত, 

নতুন সাজে সাজব সেদিন, 

সেদিন হলো ঈদের দিন, 

আনোন্দে কাটাবো সারা দিন! 

*) "ঈদ মোবারক” (*


v  ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে, 

খুশি আমাদের হাসায়, 

দুঃখ আমাদের কাদায়, 

আর আমার এই এসএমএস 

তোমাকে ঈদের শুভেচছা জানায়। 

"ঈদ মোবারাক"


v  রিমঝিম এই বৃষ্টিতে, 

ঈদ কাটাবো সৃষ্টিতে |

খুশির হাওয়া লাগলো মনে,

নাচবে খুকি ক্ষণে ক্ষণে | 

সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক | 
"ঈদ মোবারক"


v  আজ খুশির বাধ বেঙেছে ।

উঠছে ঈদের চাদ ।

ঘুম নাইরে ঘুম নাইরে আজ সারা রাত ।

গাছে গাছে নতুন কলি ফুটবে এবার ফুল ।

সবার জন্য রইল আমার ঈদের আমন্ত্রন ।

ঈদ মোবারক


v   ভোর হলো দুর খোল, চোখ মেলে দেখরে। 

রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে। 

নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে . 

ঈদ চলে এল সবার দুয়ারে। 

শুভেচ্ছা রয়লো সবাইকে .
ঈদ মোবারক ঈদ মোবারক।


v  মেঘলা আকাশ মেঘলা দিন, 

ঈদের বাকি কিছুদিন, 

কাপড় চোপড় কিনে নিন, 

গরিব দুঃখির খবর নিন, 

দাওয়াত রইল ঈঁদের দিন. 

*) “ঈদ মোবারক” (*


v  ঈদ" মানে খুশী' গরুর গলায় রশী' শীতের শর্দি কাসি' 

আবার হুজুরের মুখে হাসি' 

তবুও ঈদ" ভালোবাসি' 

তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে 

এবার আমি আসি!


v  শুভ রজনী, শুভ দিন,রাত পোহালেই ঈদের দিন। 

উপভোগ করবে সারাদিন,ঈদ পাবে না প্রতিদিন।

দাওয়াত রইলো ঈদের দিন।



ঈদ মোবারক
বাংলা ঈদ মোবারাক এসএমএস ২০১৭ । Bangla Eid Mubarak SMS 2017 বাংলা ঈদ মোবারাক এসএমএস ২০১৭ । Bangla Eid Mubarak SMS 2017 Reviewed by Ab Mamun on June 02, 2017 Rating: 5

No comments

আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।

Creator

About Me
Munere veritus fierent cu sed, congue altera mea te, ex clita eripuit evertitur duo. Legendos tractatos honestatis ad mel. Legendos tractatos honestatis ad mel. , click here →