আপনার পিসি বা ল্যাপটপ কি অতিরিক্ত গরম (ওভারহিট) হচ্ছে? সমাধান
আপনি কি ব্যবহার করেন?ল্যাপটপ না ডেক্সটপ পিসি?
যেটায় করেন না কেন অভারহিট
কিন্তু হবেই। তাই বলে কি
প্রয়োজনে পিসি ব্যবহার করবেন
না। এটা তো হতে পারে না। আপনারা অনেকেই হয়তো
সারাদিন তার ল্যাপটপ চালু করে
রাখেন।
আর সমস্যা ঠিক তাদেরই বেশি
হয় যারা ল্যাপটপ ব্যবহার করে। অতিরিক্ত গরম হলে আপনার
পিসিতে কমন যে সমস্যা গুলো
হবে,
#সবার আগে আপনার পিসির
পারফমেন্স কমে যাবে।
#পিসির ব্লু স্ক্রিন ডেথ দেখা দিবে।
# কিছু উদ্ভট এরোর ম্যাসেজ
পাবেন।
# ইত্যাদি। আর হার্ডওয়্যার সমস্যা হলে
সেটা হবে মারাত্মক। যেমন,
র্যাম, পাওয়ার সাপ্লাই,
হার্ডড্রাইভ, মাদারবোর্ড সহ
অন্যান্য সার্কিট নষ্ট হতে
পারে। এখন কথা হল এ ধরনের ক্ষতির
হাত থেকে বাঁচবেন কিভাবে? #ল্যাপটপ কখনোই নরম জিনিসের
ওপর রাখবেন না। যেমন, বালিশ,
বিছানা প্রভিতি। এতে করে
আপনার ল্যাপটপের বাতাস বের
হবার অংশ সহ কুলিং ফ্যান ঠিক
মতো কাজ করবে না। #ল্যাপটপের নিচে একটি
ম্যাচের কভার বা অন্য কিছু গুজে
রাখুন এককথায় পাড়লে একটু উঁচু
করে রাখেন। এতে করে ল্যাপটপ
থেকে বেশী পরিমানের হাওয়া
সঞ্চালন হবে। #পাড়লে একটি কুলিং ফ্যান
কিনে নিন। যার দাম ২৫০ টাকা
থেকে শুরু। #কাজের পরিবেশটা অনেক জরুরী
অর্থাৎ আপনি কোথাই বসে কাজ
করছেন। যেমন, সরাসরি রোদ্রের
ওপরে বসে কাজ করলে স্বাভাবিক
ভাবেই আপনার ল্যাপটপ গরম
হবে। বেটার হয় ঠাণ্ডা কোন স্থানে বসে কাজ করুন। #ব্যাটারি, অনেক সময় আমাদের
ল্যাপটপ অতিরিক্ত গরম হবার
পরেও ব্যবহার করি। আবার তখন
চার্জার টাও প্লাগিন করা
থাকে। এটা করবেন না কারন
এতে আপনার ব্যাটারির ব্যাকআপ কমে যাবে (সবার ক্ষেত্রে
এমনটা নাও হতে পারে)। #ডেক্সটপ পিসির অন্যতম শত্রু
ধুলা তাই নিয়মিত আপনার
ডেক্সটপ পিসিটাকে পরিস্কার
করুন! #সেটিংস, অনেকেই তাদের
পিসিতে অতিরিক্ত ব্রাইটনেস
ব্যবহার করেন। আবার পিসির
প্রসেসরের ওপর চরম প্রেশার
দিয়ে অতিরিক্ত মাল্টিটাস্কিং
করেন সাথে গ্রাফিক্সও চায় হাই। মনে রাখবেন, আপনার সেটিং
অনেক জরুরী। মিনিমাল সেটিং
আপনার জন্য বেস্ট (নির্ভর করে
পিসি কনফিগারের ওপর)! আশাকরি আজের দেয়া টিপস গুলো
কাজে লাগিয়ে আপনার পিসিকে
আরও ফাস্ট এন কুল করে নিবেন।
আপনার পিসি বা ল্যাপটপ কি অতিরিক্ত গরম (ওভারহিট) হচ্ছে? সমাধান
Reviewed by Ab Mamun
on
December 11, 2015
Rating:
Reviewed by Ab Mamun
on
December 11, 2015
Rating:

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।