অ্যান্ড্রয়েডকে ব্যবহার করুন আপনার মডেম হিসাবে, কোন সফটওয়্যার ছাড়াই।।
আজ আমি তোমাদের শেখাবো কিভাবে তোমার মোবাইল দিয়ে পিসি তে কানেক্ট দিবে সবচেয়ে সহজ উপায়ে, তাও আবার কোন সফটওয়্যার ছাড়াই! আসলে এটা একটা সিম্পল ট্রিক, সব অ্যান্ড্রয়েডেই এই অপসনটি ডিফল্ট ভাবে দেওয়া থাকে।তাহলে শুরু করা যাক,
- প্রথমে আপনার অ্যান্ড্রয়েডটি আপনার পিসির সাথ এ ক্যাবল কানেকশন বা ব্লুটুথ কানেকশন এর সাহায্যে লাগান।
- তারপর আপনার অ্যান্ড্রয়েডের সেটিং অপসানে যান, তাহলে সেখানে নিচের মত Tethering and hotspot নামের একটি মেনু দেখতে পাবেন। (বিদ্রঃ- আপনার অ্যান্ড্রয়েডের ভারসন যদি ৪.৪.২ এর নিচে হয় তাহলে নিচের মত নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনার More নামে অতিরিক্ত একটি মেনু পাবেন, সেখানে ক্লিক করলে আপনি Tethering and hotspot নামের মেনুটি পাবেন।)
- এবার সেখানে ঢুকুন, তাহলে নিচের মত USB Tethering ও Blutooth Trthering নামের দুটি মেনু দেখতে পাবেন।আপনি যদি ইউএসবি এর মাধ্যমে কানেক্ট করে থাকেন তাহলে USB Tethering এ টিক মারুন। আর ব্লুটুথ ব্যবহার করে থাকলে Blutooth Tethering এ।
- এবার আপনার ফোনের ডাটা কানেকশন চালু করুন।তাহলে কিছুক্ষন পর আপনার পিসি তে নিচের মত দেখতে পাবেন।
কানেকশন এলে ব্রাউজ করা শুরু করুন।এই ট্রিকটা অনেকেরি জানা থাকতে পারে, আসলে আমি নতুনদের জন্য টিউনটা করেছি।কোন ভুল হলে ক্ষমা করবেন।আজ এই পর্যন্ত, আগামিতে দেখা হবে আর নতুন সব টিউন নিয়ে।ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।
বিঃদ্রঃ = অবশ্যই আপনার পিসিতে wifi থাকতে হবে ।
অ্যান্ড্রয়েডকে ব্যবহার করুন আপনার মডেম হিসাবে, কোন সফটওয়্যার ছাড়াই।।
Reviewed by Ab Mamun
on
December 11, 2015
Rating:
No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।