কে খেলবে ফাইনাল, রংপুর না বরিশাল?
বিপিএলের মহারণ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। রোববার সকাল থেকে যেন থমথম করছে গোটা স্টেডিয়াম চত্বর। ক্রিকেটের মহাযুদ্ধ হবে বলেই আগাম পূর্বাবাস এটি। বিপিএলের ফাইনালের আগেই অনুষ্ঠিত হচ্ছে আরেকটি ফাইনাল ম্যাচ! কঠিন এক লড়াইয়ে নামছে বরিশাল বুলস ও রংপুর রাইডার্স। এই লড়াই সাকিব আল হাসানদের জন্য শেষ সুযোগ। গ্রুপ পর্বের লড়াইয়ে রেটিং পয়েন্টে এগিয়ে থাকায় সেমিফাইনালে রংপুরকে হারিয়ে সরাসরি ফাইনালে যায় কুমিল্লা। কিন্তু আসর থেকে ঢাকাকে বিদায় করলেও আটকে যায় বরিশাল বুলস। এখন রংপুরের সামনে বিশেষ পরীক্ষা দিতে হবে বরিশাল বুলসকে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহাগুরুত্বপূর্ন ম্যাচ। দুই দলের মধ্যে যে কোনো একটি দল ফাইনাল খেলার টিকিট পাবে। সবার অপেক্ষা এ জন্যই যে, কে খেলবে ফাইনাল, রংপুর না বরিশাল? অংকে তো এগিয়ে বরিশাল। এর আগে রংপুরকে লজ্জাজনকভাবে পরাজিত করে গেইলবিহীন বরিশাল। সে দিক থেকে বেশ এগিয়ে থাকবে বরিশাল বুলস।

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।