আশরাফুলের বিয়েতে শিল্পী আসিফের মজার কাণ্ড
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট থেকে নির্বাসিত জীবন অতিবাহিত করা মোহাম্মদ আশরাফুলের বিয়ে আজ। তার এই আনন্দের দিনে যেন আনন্দটাকে আরেকটু বাড়িয়ে দিলেন সংগীতশিল্পী আসিফ আকবর ও আরফিন রুমি। শিল্পী হিসেবে এই দুই তারকা ক্যারিয়ার শুরু করার আগে ক্রিকেট খেলতে খুবই ভালোবাসতেন। তার সুবাদে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সাথে এই দুই তারকার দারুণ সখ্যতা গড়েওঠে। এই আনন্দের দিনে যেন তার প্রমাণ দিলেন আসিফ ও রুমি। গত বুধবার রাতে বনশ্রীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে আশরাফুলের গায়ে হলুদ পার্টি। আর এই পার্টিতে আশরাফুলকে শুভেচ্ছা জানান। এই দুই তারকা যেন আশরুফুলের হলুদ পার্টিতে মিলে মিসে একাকার হয়ে গেলেন। আশরাফুলের গায়ে হলুদ মাখানো থেকে শুরু করে তার পছন্দের কিছু গান গেয়েও শোনান এই দুই গায়ক। তবে আশরাফুল যেন আর সইতে পারতেছিলেন না। তাই অনুষ্ঠান মঞ্চে এসে তাদের সাথে কণ্ঠ মেলাতে শুরু করেন। তিন তারকার এই গায়কিয় কণ্ঠে যেন মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। তবে তিন তারকার এই মেলবন্ধন বেশ উপভোগ করে উপস্থিত অতিথিরা। আসিফ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র আশরাফুল। গানে গানে তাকে শুভ কামনা জানাতেই আসা। আশা করি দ্রুতই সে আবার জাতীয় দলে ফিরবে।’ আরফিন রুমি বলেন, ‘আশরাফুল ভাই আমার প্রিয় ক্রিকেটারদের একজন। তার জন্য গাইতে পেরে খুব ভালো লাগছে।’ জুলাইয়ের মাঝামাঝিতে কিশোরগঞ্জের মেয়ে অনিকা তাসলিমা অর্চির সঙ্গে আংটি বদল করেন আশরাফুল। ১২ ডিসেম্বর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
Reviewed by Ab Mamun
on
December 12, 2015
Rating:

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।