গোপনে অন্যের ফেসবুকের মেসেজ পড়ার উপায়!
ফেসবুকে আপনি কারো পাঠানো মেসেজ পড়েছেন কি না, তা মেসেজদাতা জেনে যায়। কিন্তু এটি শেষ কথা নয়। ফেসবুকের এ বিষয়টি বাদ দেওয়াও সম্ভব। এ লেখায় থাকছে আপনি মেসেজটি পড়েছেন কি না, তা গোপন করার উপায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
ফেসবুকে আপনাকে কেউ মেসেজ পাঠানোর পর আপনি যদি তা ওপেন করেন তাহলে তা প্রেরক বুঝতে পারে। এমনকি মেসেজটি কোন সময়ে পড়া হয়েছে তাও দেখানো হয়। আর এ পদ্ধতিকে অনেক ব্যবহারকারীই খুবই বিরক্তিকর বলে মনে করে।
আপনি মোবাইল ফোনের ক্ষেত্রে ফেসবুকের এ ‘সুবিধা’ বন্ধ করতে পারবেন না। তবে আপনি যদি ডেস্কটপ কম্পিউটার থেকে লগইন করেন তাহলে এ কাজটি করতে পারবেন।
এজন্য যা করতে হবে তা হলো, আনসিন নামে একটি ফ্রি ফেসবুক অ্যাপ ইনস্টল করে নেওয়া। ‘Unseen ’ অ্যাপটি গোপনে আপনার ফেসবুক মেসেজগুলো পড়ে দেবে। এতে প্রেরক জানতেও পারবে না যে, আপনি তার মেসেজ পড়েছেন।
এ ছাড়াও রয়েছে Facebook Unseen নামে গুগল ক্রোমের একটি এক্সটেনশন। এতে আপনি মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন।
গোপনে অন্যের ফেসবুকের মেসেজ পড়ার উপায়!
Reviewed by Ab Mamun
on
April 26, 2016
Rating:
No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।