আফ্রিদির মেয়েকে নিয়ে যে খবর হচ্ছে একদম বিশ্বাস করবেন না

বিশ্বকাপে যেমন নিজে ভালো খেলতে পারেননি, তেমনই তাঁর অধিনায়কত্বে দলও ভালো খেলতে পারেনি। এসব ছাড়াও তিনি কলকাতায় এসে এমন সব কথা বলেছেন, যাতে আরও বিতর্কে জড়িয়েছেন। আর এবার তো একেবারে তাঁর মেয়ের মৃত্যুর খবর! সোশ্যাল মিডিয়ায় সোমবার রাত থেকেই ভাইরাল হয়ে গিয়েছে আফ্রিদির মেয়ের মৃত্যুর খবর। একটি ওয়েবসাইটে একটি শিশুর সাদা চাদরে মোড়া ছবি পোস্ট করা হয়। তাতে ছিল লাল গোলাপও। আর সেখানে বলা হয় শাহিদ আফ্রিদির ছোট মেয়ে মারা গিয়েছে। মুহূর্তে ছড়িয়ে পড়ে এই খবর। কিন্তু এই ঘটনার কোনও সত্যতা প্রমাণ হয়নি। আফ্রিদির পরিবারের কেউ এ খবর দেননি। এমনকি ক্রিকেটের সঙ্গে জড়িত কোনও মানুষই এই খবরের স্বপক্ষে কিছু বলেননি।
এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় রোজই কারও না কারওর মৃত্যুর খবর পাওয়া যায়! কোনওদিন কিংবদন্তি দিলীপ কুমার, কোনওদিন হানি সিংশাহিদ আফ্রিদির মেয়ে মারা গিয়েছে! অথচ, দেখা যাচ্ছে, তিনি বা তাঁরা বহাল তবিয়তে বেঁচে আছেন। আর সেটাই তো মানুষ চানশাহিদ আফ্রিদির মেয়ে মারা গিয়েছে! আফ্রিদির মেয়ের মারা যাওয়ার খবরটাও তেমনই। স্রেফ গুজব। আশা আপনারা বুঝবেন। এবং, এই খবর কাউকে বলতে শুনলে, তাঁকে জানিয়ে দেবেন, এমনটা মোটেই ঘটেনি। ফুটফুটে ওইটুকু মেয়েটা আরও ভালো থাকুক। এই প্রার্থনা রইল।
আফ্রিদির মেয়েকে নিয়ে যে খবর হচ্ছে একদম বিশ্বাস করবেন না
Reviewed by Ab Mamun
on
April 26, 2016
Rating:

No comments
আপনার একটি মন্তব্য একজন লেখক/লেখিকা কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগায় তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে ভাই ও বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখক/লেখিকার মনে আঘাত করে ! কারণ একটি ভাল মন্তব্য আমাদের কে আরও ভাল কিছু লিখার অনুপ্রেরনা যোগাতে সাহায্য করে থাকে !!
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। । ।